Sylhet Today 24 PRINT

আজ শেষবারের মত এমসি কলেজে যাচ্ছেন অধ্যক্ষ ধীরেশ সরকার!

নিজস্ব প্রতিবেদক |  ০১ নভেম্বর, ২০১৯

সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ ছিলেন ধীরেশ চন্দ্র সরকার। তার আগে থেকে ছিলেন এই কলেজের গণিতের অধ্যাপক। গণিতের খ্যাতিমান এই শিক্ষক আজ (শুক্রবার) শেষবারের মতো যাবেন নিজের ক্যাম্পাসে। কর্মজীবনে ক্যাম্পাসে সবসময় প্রাণবন্ত এই শিক্ষক আজ ক্যাম্পাসে যাবেন প্রাণহীন দেহে।

ধীরেশ চন্দ্র সরকারের মরদেহ আজ শুক্রবার বেলা ৩ টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হবে। এরপর পৌনে ৪টায় মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর কর্মস্থল এম.সি কলেজের কলা ভবন প্রাঙ্গণে। সেখানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেল ৫ টায় চালিবন্দরস্থ মহা শ্মশানঘাটে শেষকৃত্যানুষ্ঠানের জন্য নিয়ে যাওয়া হবে।

এরআগে বেলা ২ টায় নিজ বাস ভবনে, বেলা আড়াইটায় জামতলাস্থ জগবন্ধু আশ্রমে মরদেহ নেওয়া হবে বলে ধীরেশ চন্দ্র সরকারের পরিবারের সদস্যরা জানিয়েছেন। এসব অনুষ্ঠানে প্রয়াতের শিক্ষার্থীসহ শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্যও অনুরোধ জানিয়েছেন তারা।

উল্লেখ্য গত ২৯ অক্টোবর মঙ্গলবার রাত ২ টায় তিনি নিজ বাস ভবনে ধীরেশ চন্দ্র সরকার মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.