Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২টি বন্দুক উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের একটি চা বাগান থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় চাম্পরায় চা বাগানের ফাঁড়ি সোনারায় চা বাগান থেকে এই দুটি বন্দুক উদ্ধার হয়েছে।

বিজিবি ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী সোনারায় পঁচিশের মুখ গোলটিলা জঙ্গলের ফাঁড়ি পথে পরিত্যক্ত অবস্থায় ২টি একনলা বন্দুক পড়েছিল। কুরমা ক্যাম্পের বিজিবি হাবিলদার আবু বক্কর সিদ্দিকির নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত চৌকির পঁচিশের মুখ গোলটিলা সোনারায় এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বিজিবি টহল দল জঙ্গলের ফাঁড়ি পথে (পায়ে হাঁটা রাস্তায়) পুরনো একনলা ২টি বন্দুক পড়ে থাকতে দেখে সেগুলি উদ্ধার করেন।

৪৬ বিজিবি ব্যাটালিয়নের কুরমা ক্যাম্পের হাবিলদার আবু বক্কর সিদ্দিকি, বিজিবি জোয়ান শহীদ আহমেদ, আরিফুল ইসলাম যৌথভাবে এসে উদ্ধারকৃত বন্দুক দুটি বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেন।

বিজিবি ৪৬ ব্যাটালিয়ন কুরমা ক্যাম্পের হাবিলদার আবুবক্কর সিদ্দিক বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বন্দুক দুটি বৃহস্পতিবার দুপুরে পরিত্যক্ত দেখিয়ে কমলগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার ও পরে বিজিবির মাধ্যমে থানায় গ্রহণের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, তদন্তক্রমে দেখা হবে বন্দুকগুলো এখানে কিভাবে আসলো? নাকি এগুলো কারো নামে নিবন্ধনকৃত কি না?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.