Sylhet Today 24 PRINT

শতভাগ বিদ্যুতায়নের আওতায় দিরাই উপজেলা

দিরাই প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০১৯

সুনামগঞ্জ-২ দিরাই শাল্লার সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, হাওর পাড়ের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। দিরাই উপজেলা ৯ টি ইউনিয়ন ও পৌরসভার সবকটি এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  ঘোষণা দিয়েছেন ২০১৯ সালের মধ্যে দেশের সকল পেশার  মানুষ শতভাগ বিদ্যুৎ সুবিধা পাবে, ইতিমধ্যে সরকার ঘোষিত শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় দিরাই উপজেলায় আজ শতভাগ বিদ্যুতায়নের করা হলো।

শুক্রবার বিকেল ৫ টায় দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলার করিমপুর ইউনিয়নের ধীতপুর উত্তর চাঁন্দপুর ও ভাটিপাড়া পাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে ২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সোহেল আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, আওয়ামী লীগ নেতা সাদ উদ্দিন, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, শাহজাহান কাজী, কুলঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তফাজ্জল মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা জিল্লুর রহমান, সাংবাদিক আব্দুল বাছির, ইউপি সদস্য জুয়েল মিয়া, পালন মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ দিরাই জোনের এজিএম নিতিশ চন্দ্র সাহা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.