Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে জেএসসি-জেডিসি পরীক্ষায় অনুপস্থিত ৮৭ শিক্ষার্থী

জৈন্তাপুর প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০১৯

ফাইল ছবি

সারাদেশের ন্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও নবম শ্রেণীর ভোকেশনাল পরীক্ষা -২০১৯ অংশ গ্রহণ করেছে শিক্ষার্থীরা। এবার উপজেলায় ৫টি কেন্দ্রের ৭টি ভ্যানুতে অংশ গ্রহণ করেছে মোট ৩ হাজার ৬৬ জন শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৮৭ জন পরীক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেএসসি, জেডিসি ও নবম শ্রেণীর ভোকেশনাল পরীক্ষায় ৭টি ভ্যানুতে মোট পরীক্ষার্থী ছিলো ৩ হাজার ৬৬ জন। এরমধ্যে উপস্থিত ছিলো ২ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী, অনুপস্থিত ছিল ৮৭ জন শিক্ষার্থী।

ভ্যানুগুলো হলো- জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়, সাব ভ্যানু সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়, সারীঘাট উচ্চ বিদ্যালয়, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, জৈন্তা দারুসুন্নাহ মাদ্রাসা, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ এবং ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়।

তার মধ্যে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় ভ্যানুতে মোট ১ হাজার ৪৯৭ জনের মধ্যে অনুপস্থিত ৩৩ জন, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভ্যানুতে মোট ৯৮৩ জনের মধ্যে অনুপস্থিত ২০ জন, জৈন্তা ডিএস দাখিল মাদ্রাসা ভ্যানুতে মোট ৩৭৭ জনের মধ্যে অনুপস্থিত ২৭ জন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ ভ্যানুতে মোট ১১৬ জনের মধ্যে অনুপস্থিত ৫ জন এবং ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয় ভ্যানুতে মোট ৯৩ জনের মধ্যে অনুপস্থিত ২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রগুলো পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম। এবছর সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.