Sylhet Today 24 PRINT

একদিন এগোলো গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলন

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ০২ নভেম্বর, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কনফারেন্স হলে সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের ইতিহাস সংগ্রাম সাফল্য ও ঐতিহ্যের ইতিহাস। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে আওয়ামীলীগের ভূমিকা স্মরণীয় হয়ে হয়ে থাকবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এখনো আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে।

নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, আ’লীগের শক্তি হচ্ছে জনগণ, আর প্রাণ হচ্ছে কর্মীরা। এই প্রাণ যখন জেগে উঠে জনগণ ও জেগে ওঠে। এ সম্মেলনের মাধ্যমে আমাদের সবাইকে জেগে উঠতে হবে। সংগঠনের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, পরিবেশ ও শিক্ষা বিষয়ক সম্পাদক কবির আহমদ।

বক্তব্য রাখেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ, সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুস সামাদ জিলু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল মজিদ রওশন, শরীফগঞ্জ ইউনিয়ন আ’লীগ সভাপতি লুৎফুর রহমান লুতি, ভাদেশ্বর ইউনিয়ন আ’লীগ সভাপতি লুৎফুর রহমান মাষ্টার, লক্ষণাবন্দ ইউনিয়ন আ’লীগ সভাপতি নিজাম উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মস্তাক আহমদ, বাঘা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, শ্রম বিষয়ক সম্পাদক শরফ উদ্দিন শরীফ, ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল লেইছ, শিক্ষা বিষয়ক সম্পাদক সলমান আহমদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন আহমদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, এমএ ওয়াদুদ এমরুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, আ’লীগ নেতা রুমেল সিরাজ প্রমুখ।

সভায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের পূর্ব নির্ধারিত তারিখ ১৪ই নভেম্বরের পরিবর্তে ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.