Sylhet Today 24 PRINT

বড়লেখায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ০৬ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। ১২ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ চলবে।
    
এসময় স্টেশন কর্মকর্তা অনুপ কুমার সিংহ অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় উদ্ধার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ অতিথিদের সামনে প্রদর্শন করেন। এ সময় টিম লিডার হিমাংশু রঞ্জন সিংহ, ও ফায়ার ম্যান জসীম উদ্দিন, সুরজিৎ সিংহ, সমাজসেবক সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.