Sylhet Today 24 PRINT

সড়ক পরিবহন আইন: কানাইঘাটে জনসচেতনতা মূলক প্রচারণা

কানাইঘাট প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০১৯

সিলেটের কানাইঘাটে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বাস্তবায়ন সংক্রান্ত জনসচেতনতা মূলক প্রচারণা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় কানাইঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগে উপজেলার উত্তর বাজারে আল নূর প্রপার্টিজ ভবনের সামনে এ প্রচারণা চালানো হয়। পরে সেখান থেকে একটি র‍্যালি বের করা হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম’র সভাপতিত্বে ও এসআই স্বপন চন্দ্র সরকারের পরিচালনায়  প্রচারণা মূলক সভায় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক জামাল উদ্দিন, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন।

প্রচারণা মূলক সভায় মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম সাধারণ জনতা ও চালকদের উদ্দেশ্যে গত পহেলা নভেম্বর থেকে নতুন কার্যকর সড়ক পরিবহন আইনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সড়ক পরিবহন আইন-২০১৮ (এক নজরে) নামক লিফলেট জনসাধারণ ও শ্রমিকদের মাঝে বিতরণ করেন।

পরে বিশাল র‌্যালি বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মধ্য বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.