Sylhet Today 24 PRINT

বাহুবলে জেএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে ৪ অভিভাবককে অর্থদন্ড

বাহুবল প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০১৯

হবিগঞ্জের বাহুবলে জেএসসি পরীক্ষা কেন্দ্রের দুইশত গজের ভিতরে অবস্থান করার অপরাধে ৪ নারী অভিভাবককে অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক এর নেতৃত্বে দীননাথ ইনষ্টিটিউশন সাতকাপন মডেল সরকারি হাইস্কুলে জেএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করা হয়।

দন্ডিত অভিভাবকরা হলেন- মাহমুদা খাতুন, রুজিনা আক্তার, ফাতেহা বেগম ও ফাহিমা খাতুন।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা কেন্দ্রের দুইশত গজের ভিতরে প্রবেশে ১৪৪ ধারা জারী করা রয়েছে। ১৪৪ ধারা জারী ভেঙ্গে চার নারী অভিভাবক কেন্দ্রের সামনে চলে যাওয়ার অপরাধে প্রত্যেককে দুইশত টাকা করে মোট আটশত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

এ ছাড়াও পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে এক ব্যক্তিকে তিনশত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.