Sylhet Today 24 PRINT

জেলা পরিষদের উদ্যোগে সনদপত্র ও ফ্রি সেলাই মেশিন বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৯

দারিদ্র্য নিরসন, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জেলা পরিষদের উদ্যোগে ফ্রি সেলাই প্রশিক্ষণের সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

শনিবার (৯ নভেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও জেলা পরিষদের সাঁটলিপিকার এ.কে.এম. কামরুজ্জামান মাসুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম।

সদস্যদের মধ্যে বক্তব্য দেন সুষমা সুলতানা রুহি, মোহাম্মদ শাহানুর, আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা, মোহাম্মদ শামীম আহমদ।

প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা পরিষদের  চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ফুল দিয়ে বরণ করেন জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, সুষমা সুলতানা রুহি। এতে কুরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শাহ আলম ও গীতা পাঠ করেন প্রশিক্ষণার্থী পদ্মা সিনহা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.