Sylhet Today 24 PRINT

ভালো কাজে এগিয়ে আসুন অন্যরাও অনুপ্রাণিত হবে : মেয়র আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০১৯

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ভালো কাজে এগিয়ে আসুন, অন্যরাও অনুপ্রাণিত হবে। শিক্ষা, চিকিৎসা সহ কল্যাণ মুখী কাজে সিলেট সিটি করপোরেশন আপনাদের পাশে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতির সাথে সিলেটের সংস্কৃতির মিল রয়েছে। এ মিল ভালোবাসার বন্ধনে সব সময় আবদ্ধ রাখতে হবে।

তিনি আরো বলেন, আপনাদের সন্তানদেরকে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করেন, তাতে দেশ ও জাতি কল্যাণে কাজে আসবে। আর সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে বসে থাকবেন না। সব সময় নজরদারিতে রাখবেন, তাহলে তাদেরকে নিয়ে আশা-ভরসা নষ্ট হবে না।

শনিবার (৯ নভেম্বর) রাতে নগরীর শাহী ঈদগাহস্থ একটি কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি সিলেটের ত্রি-বার্ষিক কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি সিলেটের সভাপতি হাজী এম.এ আউয়াল এর সভাপতিত্বে ও বাংলাদেশ বেতারের ঘোষিকা কাজী তাসলিমা আক্তার আখি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমিতির আজীবন দাতা সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সমিতির উপদেষ্টা, ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ কাজী মজিবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সেলিম মিয়া, সিলেট ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মো. সাজ্জাদ খান, সহ সভাপতি মো. ইউসুফ মিয়া, শাবিপ্রবির স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বাহারুল হক সুমন।

অভিষেক অনুষ্ঠানে কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ কাজী মজিবুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.