Sylhet Today 24 PRINT

কুমারগাঁও থেকে ইয়াবাসহ যুবক আটক

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০১৯

সিলেটের শহরতলী কুমারগাঁও থেকে ইয়াবাসহ নাইম আহমদ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) রাত আটটার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড আঞ্চলিক বিতরণ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

রোববার (১০ নভেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

আটক নাইম আহমদ সিলেট নগরীর আখালিয়ার এলাকার সিকন্দর আলীর পুত্র।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত অনুমান ৮ ঘটিকার এসএমপির জালালাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম নেতৃত্বে একদল পুলিশ নাইম আহমদকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকের পর নাইম আহমদের বিরুদ্ধে জালালাবাদ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.