Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে আহত ৩

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে একটি শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টে চালকসহ ৩ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের নাসাগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় অটোরিকশা চালকসহ ৩জন আহত হন। আহতদের স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

আহত এক যাত্রীর নাম নজরুল ইসলাম। তিনি ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর লরিফর গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র। অটোরিকশা চালকসহ অপর যাত্রীর পরিচয় জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সিএনজি অটোরিকশা যুগে সিলেট থেকে গোলাপগঞ্জ আসার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের নাসাগঞ্জের সামনে আসামাত্র অটোরিকশাটির সামনে হঠাৎ করে একটি শিশু চলে আসে। তাৎক্ষণিক সিএনজি অটোরিকশার চালক ব্রেক কষলে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ও অটোরিকশা চালক আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.