Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, বাবার খোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০১৯

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারে এক মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (১১ নভেম্বর) ভোর ৫টার দিকে মধ্যনগর বাজার এলাকায় গোরস্তানের পাশে নবজাতকটির জন্ম হয়। এদিকে সন্তানটির বাবা কে তা নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। এ প্রতিবেদন লিখা পর্যন্ত সন্তানের বাবার খোঁজ পাওয়া যায়নি।

জানা যায়, মধ্যনগর বাজার এলাকার একটি গোরস্তানে প্রসব যন্ত্রণায় মানসিক ভারসাম্যহীন ওই নারীর চিৎকারে স্থানীয় মানুষজন জড়ো হয়। এ সময় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়। একপর্যায়ে এক মহিলাসহ স্থানীয়রা মধ্যনগর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে খবর দিলে পরিবার কল্যাণ পরিদর্শিকা হাসনা আক্তার ঘটনাস্থলে এসে দ্রুত চিকিৎসা দিয়ে ডেলিভারি সম্পন্ন করেন। পরে সকাল ৮টায় বাচ্চাকে পরিদর্শিকা হাসনা আক্তার ধর্মপাশা উপজেলা হাসপাতালে ডা. মিজানুর রহমান রনির কাছে হস্তান্তর করেন।

স্থানীয় এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারীকে তিন-চার মাস আগে মধ্যনগর বাজারে গর্ভবতী অবস্থায় দেখে সবাই কমবেশি খাবার জোগান দিয়ে সহায়তা করত। সদ্য জন্ম নেয়া পিতৃ পরিচয়হীন নবজাতকের লালন-পালনের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন ও বাচ্চা দত্তক নিতে হাসনা আক্তারের কাছে প্রস্তাব দিয়েছেন এক নিঃসন্তান ব্যক্তি।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পাগলি (মানসিক ভারসাম্যহীন নারী) একটি ছেলে সন্তান প্রসব করেছে। বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ আছে। আমরা সন্তানটির বাবার খোঁজ করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.