Sylhet Today 24 PRINT

সিলেটে অবৈধ পথে আসা পেঁয়াজসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ১৫ নভেম্বর, ২০১৯

সিলেটের শাহপরান এলাকা থেকে অবৈধপথে আসা এক ট্রাক পেঁয়াজসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৯।

শুক্রবার বিকেলে ক্যান্টনমেন্ট এলাকার বটেশ্বর বাজার থেকে ট্রাক ভর্তি পেঁয়াজসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেটের গোয়াইনঘাটের মিত্রাকেল গ্রামের বাসিন্দা লায়েছ উদ্দিন (২৫) ও রাজশাহীর মো. মিরাজ আলী (২৫)। জব্দ করা পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

র‍্যাব জানায়, তামাবিল দিয়ে প্রায় দুই টন পেঁয়াজ অবৈধভাবে বাংলাদেশে আসছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে সিলেট শহরতলির বটেশ্বর এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় পেঁয়াজের বস্তাভর্তি একটি ট্রাক আটকে আমদানির কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। পরে ট্রাকটি জব্দ করে ট্রাকচালকসহ দুজনকে আটক করা হয়।

অবৈধ ভাবে আনা এই পেঁয়াজ ঢাকায় মজুদ এবং পেঁয়াজের বাজার আরও অস্থিতিশীল করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় র‍্যাব।

র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৌকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এই অভিযানে নেতৃত্ব দেন।

র‌্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিলেটের শাহপরান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর তাদের থানায় হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.