Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৭ নভেম্বর, ২০১৯

হবিগঞ্জে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। এ মেলা থেকে ৫০ লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আয়োজকরা আশা করা হচ্ছে ২০১৯-২০২০ কর বর্ষে আদায় হবে ৭৬ কোটি টাকা।

রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।

সিলেট কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার সাহেদ আহমেদ চৌধুরী সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. সেলিম মিয়া, স্থানীয় ব্যবসায়ী শংকর পাল, এডভোকেট নলিনী কান্ত রায় নিরু প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ কর অঞ্চলের সহকারী কর কমিশনার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

আয়োজকরা জানান, ৪ দিনব্যাপী কর মেলা থেকে তারা ৫০ লাখ টাকা আয়কর পাওয়ার আশা করছেন। গত বছর মেলা থেকে প্রায় ৩২ লাখ টাকা আয় হয়েছিল। এছাড়া সারা বছর হবিগঞ্জ কর অঞ্চল থেকে ৭৬ কোটি টাকা আদায় হবে বলে আশাবাদী তারা। বর্তমানে হবিগঞ্জ কর অঞ্চল তিনটি সার্কেলে বিভক্ত। সার্কেল ১৬ এর আওতায় হবিগঞ্জ সদর, আজমিরিগঞ্জ, লাখাই ও বাহুবল। সার্কেল ১৭ এর আওতায় মাধবপুর ও চুনারুঘাট এবং সার্কেল ২২ এর আওতায় নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলা রয়েছে। হবিগঞ্জ কর অঞ্চলে বর্তমানে ১২ হাজার আয়কর দাতা রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.