Sylhet Today 24 PRINT

‘বাংলাদেশ সৃষ্টির পর ২৮০ টাকা কেজি পেঁয়াজের দাম হয়নি’

পেঁয়াজসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৮ নভেম্বর, ২০১৯

পেয়াজসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। সমাবেশে কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক জি. কে গউছ বলেন,‘বাংলাদেশ সৃষ্টির পর ২৮০ টাকা কেজি পেঁয়াজের দাম হয়নি। সরকারের ব্যর্থতার কারণে দেশের সাধারণ মানুষকে আজ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’

সোমবার (১৮ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক জি. কে গউছ।

জি. কে গউছ বলেন, ‘পিয়াজসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের আজ নাভিশ্বাস উঠেছে। এ সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সরকার দলীয় লোকজন সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়িয়েছে। নিজেরা অবৈধভাবে মুনাফা অর্জন করার জন্য তারা বাংলাদেশের সাধারণ মানুষকে না খাইয়ে মারতে চায়। এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষ জেগে উঠলে তারা পালাবার পথ পাবে না।’

তিনি আরও বলেন, ‘দেশের মধ্যবিত্ত, নিন্মবিত্ত মানুষকে এক কেজি পেঁয়াজ ক্রয় করতে হিমশিম খেতে হচ্ছে। শ্রমজীবী মানুষ সারাদিনের পরিশ্রমের টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে ঘরে ফিরতে পারছে না। সেই দিকে সরকারের নজর নেই। তাই আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করতে গণআন্দোলন গড়ে তুলতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশের গণতন্ত্র ফিরে আসবে না। আর গণতন্ত্র ফিরে না আসলে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না।’

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক নুরুল ইসলাম নানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.