Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভপুর থানা এলাকা থেকে বিদেশী মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ১৯ নভেম্বর, ২০১৯

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে বিদেশী মদ জব্দ করেছে র‌্যাব-৯।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ৬২ বোতল বিদেশী মদ জব্দ করে মঙ্গলবার (১৯ নভেম্বর)  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন আভিযানিক দল এএসপি মো. আনোয়ার হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে  সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন চালবন পয়েন্ট মো. হামাদিয়া মাদ্রাসার সামনে ব্রিজের গোঁড়ায় পাকা রাস্তার উপর থেকে  ৬২ বোতল বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব-৯। উক্ত সময়ে আসামীগণ কৌশলে পালিয়ে যায়।

পলাতক আসামীদের নাম ও ঠিকানা- মো. জয়নাল আহম্মেদ (২৮), পিতা- মো. আব্দুল মান্নান, সাং- রাজাপুর, মো. আব্দুল মতিন (৩০), পিতা- মো. আব্দুল হাসিম, সাং- চালবন, ইউপি- সালুকাবাদ ও  মো. আল আমিন (২৫), পিতা- মো. ফজলু মিয়া, সাং- বাতের টেক, সর্ব থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জদের।

জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং পলাতক আসামীদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারণি ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.