Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে শিশু অধিকার নিয়ে আলোচনা সভা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২০ নভেম্বর, ২০১৯

প্রতিটি শিশুর জন্য শৈশবকালীন অধিকার, প্রতিটি সন্তানের জন্য, প্রতিটি অধিকার এই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু অধিকার সম্পর্কিত জাতিসংঘ কনভেনশনের ৩০তম বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দিবসটি উপলক্ষে এনজিও সংস্থা প্রচেষ্টার আলোয় আলো প্রকল্পের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১ টায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা মণ্ডপ প্রাঙ্গণ থেকে এক র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

চা শ্রমিক নেতা স্বপন বৈদ্যের সভাপতিত্বে ও আলোয় আলো প্রকল্পের কমিউনিটি প্রমোটর বিজয় ছত্রীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু।

আলোচনায় অংশ নেন আলোয় আলো প্রকল্পের কো-অর্ডিনেটর জাহিদুর রহমান, সাংবাদিক শাহীন আহমেদ, চা-শ্রমিক নেতা গরানা অলমিক, আলোয় আলো প্রকল্পের প্রকল্প কর্মকর্তা প্রবাস কুমার বিশ্বাস, শিক্ষক প্রদীপ পাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.