Sylhet Today 24 PRINT

গ্রাম আদালত একটি সহজ বিচারিক ব্যবস্থা : মাহবুবুর রহমান

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৯

স্থানীয় সরকার সিলেট এর উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, গ্রাম আদালত একটি সহজ বিচারিক ব্যবস্থা। এ আদালতে সকলে সমান সুযোগ-সুবিধা লাভ করে। এ জন্য গ্রাম আদালতকে কার্যকর ও গতিশীল করতে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিচারিক কার্যক্রমকে সহজলভ্য করতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম। তাই গ্রাম আদালতের সুফল সর্বস্তরের জনসাধারনের মধ্যে তুলে ধরতে হবে।

তিনি বুধবার (২০ নভেম্বর) সকালে নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (২য় পর্যায়) স্থানীয় সরকার বিভাগ এর আওতায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণের ৪র্থ ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (২য় পর্যায়), ইউএনডিপি, সিলেটের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় রির্সোসপার্সন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার, ব্লাস্ট সিলেট জেলা সমন্বয়কারী বদিয়ার রহমান।

দু’দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মাহাবুব আহমদ, প্যানেল চেয়ারম্যান এনামুল হক তপাদার, আলীরগাঁও ইউপি চেয়ারম্যানআবুল খায়ের, প্যানেল চেয়ারম্যান মোছা. সামসিদা বেগম, ফাতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, প্যানেল চেয়ারম্যান বদরুল আলম, নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল, প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দীন তোয়াক্কুল ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ, প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন, ডৌবাড়ি ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, প্যানেল চেয়ারম্যান ছোরাব আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান মো. আলমগীর, প্যানেল চেয়ারম্যান আবুল খয়ের, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলামিয়া, প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম, গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.