Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে নবান্ন উৎসব পালিত

মৌলভীবাজার প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০১৯

নবান্ন উৎসব ১৪২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পালিত হলো 'নবান্নের সাংস্কৃতিক অনুষ্ঠান'।

বুধবার (২০ নভেম্বর) বিকেল ৪ টায় মৌলভীবাজার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজারে বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আসম ছালেহ সোহেল, খালেদ চৌধুরী, আব্দুল মতিন, অপূর্ব কান্তি ধর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, প্রফেসর ড. মো. ফজলুল আলী।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের পাশাপাশি সপ্তস্বর, নূপুর নিক্কন নৃত্য সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করে।

এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে ব্লুমিং রোজেস অটিস্টিক বিদ্যালয়ের বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নৃত্য পরিবেশনা, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সংগীত পরিবেশনার পরে আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে নবান্নের গান পরিবেশন করেন মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা ও তরুণ শিল্পী শহীদুল ইসলাম অভি ।

সমাপনী বক্তব্যসহ অনুষ্ঠানটি সামগ্রিকভাবে সমন্বয় করেন জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.