Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার ২

মৌলভীবাজার প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০১৯

মাদকমুক্ত মৌলভীবাজার গড়ার লক্ষ্যে ‘হয় মাদক ছাড়ো, না হয় মৌলভীবাজার ছাড়ো’ স্লোগানে চলছে মাদক বিরোধী অভিযান।

বুধবার (২০ নভেম্বর) এই অভিযানের অংশ হিসেবে রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে ২জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার রঘুনন্দনপুর এলাকার আব্দুল লতিবের ছেলে জুনেল আহমদ (২২) এবং চুবড়া এলাকার আব্দুল লতিফের ছেলে নাফি হোসেন (২৮)। ইয়াবা বিক্রয়কালে তাদের গ্রেপ্তার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকালে জুনেল আহমদের প্যান্টের পকেট থেকে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং অপর আসামি নাফি হোসেনের পকেট থেকে ১০ পিছসহ মোট ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

মৌলভীবাজারের পুলিস সুপার ফারুখ আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.