Sylhet Today 24 PRINT

কবিগুরুর সিলেট আগমন শতবর্ষ স্মরণ করছে শ্রুতি

নিজস্ব প্রতিবেদক |  ২২ নভেম্বর, ২০১৯

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ স্মরণে অনুষ্ঠিত হচ্ছে শ্রুতি রবীন্দ্র উৎসব।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে প্রদীপ প্রজ্জ্বলনের অনুষ্ঠান উদ্বোধন করেন বাচিক শিল্পী রূপা চক্রবর্তী। এসময় আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র সংগীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠকবৃন্দ।

এসময় সমবেত কণ্ঠে উদ্বোধনী সংগীত 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে..' পরিবেশন করেন শ্রুতির শিল্পীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটে রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষ পরেও তিনি আরও বেশি প্রাসঙ্গিক। আজ এবং আগামীর বিশ্বের সংস্কৃতি ও সাহিত্যের পথচলার দিশারী কবিগুরু। তাই, শিল্পময় পৃথিবী গড়তে  রবীন্দ্র চর্চার বিকল্প নেই।

উপস্থিত সকল অতিথি, শিল্পী, দর্শক ও পৃষ্ঠপোষকদের কৃতজ্ঞতা জানান আয়োজকেরা।               

দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে একক, সমবেত সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, আর্ট ক্যাম্প, নৃত্যনাট্য পরিবেশনা।

এতে অংশ নিচ্ছে শ্রুতি, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, ছন্দ নৃত্যালয়, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, মনিপুরী কালচারাল গীতবিতান বাংলাদেশ, শিল্পাঙ্গন, দ্বৈতস্বর,সংগীত মুকুল, সুরের ভুবন, সংগীত নিকেতন, সুরাঞ্জলি, ছন্দনৃত্যালয়, আনন্দলোক, শিশুতীর্থ, মনিপুরী কালচারাল একাডেমী, মাছিমপুর, তারুণ্য ও মুক্তাক্ষর।

আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করবেন রূপা চক্রবর্তী, মহাদেব ঘোষ ও রবীন্দ্রসংগীত গাইবেন তানজিনা তমা।

স্থানীয় শিল্পীদের মধ্যে গাইবেন প্রতীক এন্দ, সুমনা আজিজ, রানা কুমার সিনহা, অনিমেষ বিজয় চৌধুরী প্রমুখ।

উৎসবে  রবীন্দ্রনাথের নৃত্যনাট্য চণ্ডালিকা পরিবেশন করবে ছন্দ নৃত্যালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.