Sylhet Today 24 PRINT

দিরাইয়ে শ্যামারচর পেরুয়া গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলন

দিরাই প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ের শ্যামারচর পেরুয়া গণহত্যা দিবস উপলক্ষ্যে ৪ ডিসেম্বর মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় শ্যামারচর বাজার ঘাট সংলগ্ন বধ্যভূমিতে গণহত্যায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন,  আলোচনা সভা ও  মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরীর সভাপতিত্বে ও জোতির্ময় দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শফি উল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, মুক্তিযুদ্ধের সংগঠক অমর চাঁদ দাস। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৪ ডিসেম্বর দিরাই শ্যামারচর-পেরুয়াসহ কয়েকটি গ্রামে অতর্কিতে হামলা চালিয়ে ৩৪ জন নিরীহ মানুষকে হত্যা করে পাক বাহিনীর দোসর রাজাকাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.