Sylhet Today 24 PRINT

আজ জামালগঞ্জ মুক্ত দিবস

জামালগঞ্জ প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৯

আজ ৫ ডিসেম্বর, জামালগঞ্জ মুক্ত দিবস। মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাকে মুক্ত করেন। জামালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলা প্রশাসন, সমাজ সেবা ও খেলাঘরের যৌথ উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে আলোচনায় মিলিত হয়।

আলোচনা সভার আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার।

অন্যান্যদের মাঝে বক্তব্য দেন খেলাঘর সভাপতি আলী আক্কাস মুরাদ, বীর মুক্তিযোদ্ধা জ্ঞান রঞ্জন সরকার, পরেশ চন্দ্র নাথ, মদরিছ আলী, আলতাব হোসেন, মন্তাজ আলী, সুধীর পাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.