Sylhet Today 24 PRINT

ইউটিউব ও ফেসবুকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৫ ডিসেম্বর, ২০১৯

ইউটিউব ও ফেইসবুকে মিথ্যা তথ্য দিয়া ধর্মীয় মূলবোধ ও অনুভূতিতে আঘাত, উস্কানি প্রদানের অভিযোগে ১জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম তানিম আহমদ (১৮)। তিনি মোগলাবাজার থানার কুচাই গ্রামের দিলু মিয়া ছেলে।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে এসএমপি’র মোগলাবাজার থানাধীন কুচাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা দিক নির্দেশনায় এসআই(নি:) খোকন দাস, এসআই(নি:) দেবাশীষ দাস, এসআই(নি:) অনুপ কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এসএমপি’র মোগলাবাজার থানাধীন কুচাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.