Sylhet Today 24 PRINT

মাধবপুরে আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

মাধবপুর প্রতিনিধি |  ০৭ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। গোলায় ধান তুলতে মাঠ জুড়ে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এ নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কৃষক কৃষাণিদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে।

মাঠের পর মাঠ ছড়ানো পাকা ধানের সোনালী আভা ও মন মাতানো মৌ মৌ গন্ধে যেন দিগন্ত ছেয়ে গেছে। সৃষ্টির অপরূপ সৌন্দর্যের সবটুকুই যেন আমনের মাঠে বিছিয়ে রাখা হয়েছে। মাঠে হাওয়ার তালে দুলছে ধানের শীষ।

কবি যথার্থই বলে গেছেন, ‘আমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে’। এখানের পল্লি প্রান্তর মাঠ ঘাটে একই দৃশ্য আমন কাটাও মাড়াই।

নবান্ন উৎসবের সামনে রেখে এখানে গ্রামে গ্রামে চলছে স্বপ্নের সোনালী ফসল ঘরে তোলার কাজ। বিগত কাঙ্ক্ষিত ফসল উৎপাদন হয়েছে বলে কৃষকরা দাবি করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রোপা আমন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দ্বিগুণের চেয়ে বেশি উৎপাদন হয়েছে।

স্থানীয় কৃষকরা জানায়, এ বছর প্রাকৃতিক দুর্যোগ বন্যা বা খরা ফসলের ক্ষতি না হওয়া যথাযথ পরিচর্যা সহ সময়মত সার ব্যবহারে আশানুরূপ ফসল উৎপাদিত হয়েছে। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহারে লক্ষ্যমাত্রার অধিক অর্জিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রশিক্ষিত কৃষকরা অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফসলের উৎপাদনে আশাতীত ফলাফল অর্জিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.