Sylhet Today 24 PRINT

প্রত্যেক নারীকে অসাম্প্রদায়িক চিন্তা চেতনার হতে হবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ডিসেম্বর, ২০১৯

অসাম্প্রদায়িক দক্ষিণ এশিয়া গঠনে নারীর ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, প্রত্যেক নারীকে অসাম্প্রদায়িক চিন্তা চেতনার হতে হবে, তাহলে তার সন্তানরাও হবে অসাম্প্রদায়িক। কারণ অসাম্প্রদায়িক দক্ষিণ এশিয়া গঠনে নারীর ভূমিকা অপরিহার্য।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) ৫ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। বর্তমানে এদেশ নারী অগ্রগতির দিকে অনেকটা এগিয়ে। এখন দেশের নারীরা সবখানেই আছেন। তারা সকল গুরুত্বপূর্ণ আসনেই আছেন।

গ্রাসরুটসের কেন্দ্রীয় সভাপতি সাহিন আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র (সিসিক) আরিফুল হক চৌধুরী, সাংসদ শামীমা শাহরিয়ার, ভারতীয় সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি, পশ্চিমবঙ্গের বিধায়ক ড. সুজন চক্রবর্তী, বিধায়ক প্রদীপ সাহা, ভুটানের জাতীয় পরিষদ সদস্য ওয়াসি ওয়াংমু।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির নির্বাহী পরিচালক হিমাংশু মিত্রের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসির উল্লাহ খান, পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি কলেজের সাবেক ছাত্র নেতা সুমিত চৌধুরী, নারী নেত্রী ইন্দ্রাণী সেন শম্পা।

এ সময় বক্তারা বলেন, দেশে অনেক আইন আছে, অনেক নীতিমালা আছে কিন্তু হোম বেইজড নীতিমালা নেই। এই নীতিমালা এখন সময়ের ব্যাপার। এটি করা হলে নারী নেতৃত্ব অনেক গতিশীল এবং নারীর কর্মের সুযোগ সৃষ্টি হবে। নারীরা এগিয়ে যাওয়ার সাহস পাবে।

রোববার বিকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মন্ত্রী এম এ মান্নান। আগামী মঙ্গলবার শেষ হবে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির ১০ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির।
সম্মেলনে ভারত, নেপালসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.