Sylhet Today 24 PRINT

এমএম শাহীনের জামিন আবেদন নামঞ্জুর

কুলাউড়া সংবাদদাতা |  ১৪ সেপ্টেম্বর, ২০১৫

বিএনপি নেতা, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএম শাহীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩নং আমলী আদালতে এমএম শাহীন উপস্থিত হয়ে জামিন আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করেন।

জানা যায়, বর্তমান সরকারের ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়ার স্টেশন চৌমুহনায় কালো পতাকা মিছিল করার সময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ।  

জানা যায়, বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কুলাউড়া বিএনপি (একাংশ)’র নেতা ও সাবেক এমপি এমএম শাহীনের নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি প্রথমে রেলওয়ে স্টেশন রোডে গিয়ে ও পরে শহরের চৌমুহনাস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে পৌছোলে পুলিশ বাধা দেয়।

ঘটনায় এমএম শাহীন সহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলায় এমএম শাহীন ছিলেন ৩৩ নং আসামি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.