Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে বই হস্তান্তর

জৈন্তাপুর প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৯

আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বই উৎসব নিশ্চিত করতে জৈন্তাপুর উপজেলায় ২১টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি দাখিল মাদ্রাসা ও ১১টি ইবতেদায়ী মাদ্রাসা প্রধানদের নিকট বিনামূল্যের পাঠ্য বই হস্তান্তর করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠান প্রধানগণের কাছে বইগুলো হস্তান্তর করে।

গতকাল ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা আফরীন রুজী, উপজেলা একাডেমীক সুপাভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, জৈন্তা ডি.এস মাদ্রাসার সুপার ফয়জুর রহমান চৌধুরী, বিয়াম স্কুলরে প্রধান শিক্ষক আবু সুফিয়ান।

এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১২ হাজার সেট, দাখিলে ২ হাজার ৮শ সেট এবং ইবতেদায়ীতে ২ হাজার ৬শ সেট বই বিতরণের জন্য প্রতিষ্ঠান প্রধানগণের  নিকট হস্তান্তর কার হয়েছে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.