Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বেলা’র গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সুনামগঞ্জ সংবাদদাতা |  ১৫ সেপ্টেম্বর, ২০১৫

সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বোমা মেশিন ও ড্রেজার দিয়ে বালি পাথর উত্তোলন বন্ধে বেলা’র গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আইনজীবি, সাংবাদিক, নদীভাঙনে ক্ষতিগ্রস্থ, বারকি শ্রমিক ও পরিবেশ কর্মীদের নিয়ে এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা হাওর অ্যাপলিপ্টমেন্ট সোসাইটি (হাউস)’র নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি(বেলা)’র সিলেট বিভাগীয় সমন্বয়কারী এড. শাহ সাহেদা। গোলটেবিল বৈঠকে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টচার্য্য, সুনামগঞ্জ পরিবেশ সংরক্ষন পরিষদের আহবায়ক জসিম উদ্দিন দিলীপ, ব্যবসায়ী ও পরিবেশ কর্মী আবু নাছের, সাংবাদিক আল হেলাল, মাহতাব উদ্দিন, এমরানুল হক চৌধুরী, আইনজীবি নুর হোসেন, মানবাধিকার কর্মী সাইফুল ইসলাম সদরুল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ধোপাজান নদী ও বালি মহাল রক্ষায় গণসচেতনতাই পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষার সুফল বয়ে আনতে পারে এবং সেই সাথে দ্রুতগতিতে সিন্ডিকেট চক্রের গডফাদারসহ পরিবেশের ক্ষতিকারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.