Sylhet Today 24 PRINT

সিসিকের কর্মচারী সংসদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৯

সিলেট নগরীকে এগিয়ে নিতে সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা আছে বলেই এতো কাজ করা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নগর ভবনে সিলেট সিটি করপোরেশন কর্মচারী সংসদের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিটি করপোরেশন কর্মচারী সংসদের সভাপতি মো. আব্দুল বাছিতের সভাপতিত্বে আয়োজিত সভায় মেয়র আরও বলেন, সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। নগরীর ২৭ ওয়ার্ডে নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে নগরবাসীকে সেবা দেয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘আমি কাজের মানুষ, কাজকে ভালবাসি বলেই দিন-রাত নগরবাসীর উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করছি। উন্নয়ন কাজ চলমান থাকায় নগরবাসীকে সাময়িক ভোগান্তি পোহাতে হচ্ছে। ভোগান্তি সহ্য করেও তারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়েছেন বলেই উন্নয়ন কাজ করতে সহজ হচ্ছে।' তিনি নগরবাসীর আন্তরিকতায় অনুপ্রাণিত বলেও মন্তব্য করেন।

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী সিটি করপোরেশন কর্মচারী সংসদের কল্যাণ তহবিলে ১৫ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বিধায়ক রায় চৌধুরী ও সিলেট আঞ্চলিক অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম।

কর্মচারী সংসদের সহসাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় সাধারণ সম্পাদকের রির্পোট পেশ করেন কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আক্তার সিদ্দিকী বাবলু। বার্ষিক হিসাব দাখিল করেন কোষাধ্যক্ষ দেলওয়ার হোসেন।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান ও  এসেসর চন্দন দাশ।

এছাড়া বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশন কর্মচারী সংসদের সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, দপ্তর সম্পাদক গৌতম রায়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, সহসভাপতি মুহিবুর রহমান, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমার দাশ, প্রচার সম্পাদক সামিউল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.