Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

নবীগঞ্জ প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৯

‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবীগঞ্জ শহরে এক র‌্যালি ও আলোচনা আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান। নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন ও শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়ার যৌথ পরিচালনায় আলোচনা অনুষ্ঠান পরিচালিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ, জাবেদুল আলম চৌধুরী সাজু প্রমুখ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল হাসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. সরওয়ার শিকদার, মো. আলমগীর মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, হাবিবুর রহমান চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলীসহ উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ।

আলোচনা সভা শেষে ‘তোমার চোখে ডিজিটাল বাংলাদেশ’র উপর রচনা প্রতিযোগিতায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.