Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৯

নবীগঞ্জ জে কে হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে দুইদিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান সভাপতিত্বে ও প্রাইমারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. রুবেল মিয়ার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, নবীগঞ্জ জে কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, হিরামিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল আলম, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া।

এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারী, উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.