Sylhet Today 24 PRINT

ছাতকে সমকাল সম্পাদকসহ দু\'জনের বিরুদ্ধে আ. লীগ নেতার মামলা

ছাতক প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও তার পরিবার সম্পর্কে সংবাদ প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শাফি ও পত্রিকার সিলেট অফিসের স্টাফ রিপোর্টার মুকিত রহমানির বিরুদ্ধে মামলা করেছেন সাংসদ মানিকের ব্যাক্তিগত সহকারী আ. লীগ নেতা মোশাহিদ আলী।

বৃহস্পতিবার (১২ডিসেম্বর) ছাতক থানায় মামলাটি (নং-১৪) আমলে নেওয়া হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৮ ডিসেম্বর দৈনিক সমকাল পত্রিকার অনলাইন ও প্রিন্ট ভার্সনে "এমপি মানিক ও মিলনের সম্পদের খোঁজে দুদক" শিরোনামের সংবাদে প্রতিপক্ষ রাজনৈতিক মহল দ্বারা অবৈধভাবে লাভবান হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় মানিক ৩০ কোটি ৪৪ লাখ ছয় হাজার ২শ ৬১ টাকার স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে বলে উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে সাংসদ মানিকের নির্বাচনী হলফনামা ও আয়কর বিবরণীতে মানিক এবং তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৯০লক্ষ টাকা। এছাড়া ২০ বছর পূর্বে বেখসুর খালাস পাওয়া মামলা উল্লেখ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংসদ মানিক ও তার পরিবারের মানহানিসহ দলীয় কর্মী সমর্থক এবং রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করেছেন বলে উল্লেখ করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.