Sylhet Today 24 PRINT

জুড়ীতে পলো বাওয়া উৎসব

জুড়ী প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০১৯

হেমন্তকাল মাছ ধরার এক মৌসুম। পেশাদার মাছ শিকারীরা বার মাস মাছ ধরার কাজে নিয়োজিত থাকেন।তবে সৌখিন মৎস্য শিকারীদের মাছ ধরার মোক্ষম সময় হেমন্ত-শীত কাল। বর্ষি, জাল ছাড়াও মাছ ধরার অন্যতম উপাদান হচ্ছে পলো। সম্মিলিত ভাবে পলো দিয়ে মাছ ধরা একটি উৎসবও বটে।

রবিবার এ রকম  একটি উৎসব হয়ে গেল মৌলভীবাজারের জুড়ীতে। উপজেলার কন্টিনালা নদীতে সকাল ১০টায় শুরু হয় পলো বাওয়া। শতশত পেশাদার, সৌখিন ও প্রবাসী মাছ শিকারীরা পলো নিয়ে ঝাপিয়ে পড়েন নদীতে। কন্টিনালা সেতু থেকে শুরু করে রাবারড্যাম পর্যন্ত দীর্ঘ ৫কিলোমিটার এলাকা জুড়ে পলো দিয়ে মাছ ধরার দৃশ্য উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দুরদুরান্তের হাজারও মানুষ নদীর দু’তীরে ভীড় জমান। এ সময় সবার মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা-উৎসব আমেজ পরিলক্ষিত হয়।

পলো বাওয়া উৎসব দেখতে  উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা সহ বিভিন্ন স্থরের মানুষ  জড়ো হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.