Sylhet Today 24 PRINT

গাভীয়ার খালের দখলদারকে সোমবার পর্যন্ত সময় বেঁধে দিলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ডিসেম্বর, ২০১৯

সিলেট সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জলাবদ্ধতার কবল থেকে নগরবাসীকে মুক্ত করতে নগরীর সকল ছড়া-খাল খনন করে তা দখলমুক্ত করা হবে। ১৯৫৬ সালের রেকর্ড অনুযায়ী ছড়া-খালের গতি পরিবর্তন করে সেখানে যারা প্রাসাদ নির্মাণ করেছেন সেসব ভবন গুড়িয়ে দিয়ে ফিরিয়ে আনা হবে ছড়া ও খালের গতি। ফলে নগরবাসী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবেন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নগরীর কানিশাইল এলাকার গাভিয়ার খাল ছড়া উদ্ধার অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মেয়র বলেন, জরিপ অনুযায়ী নগরীর সকল ছড়া-খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ চলছে। তবে স্থানীয়দের অনুরোধে আজকের গাভিয়ার খালের অভিযান আগামী সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর মধ্যে যদি দখলকারীরা নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ না করেন তবে তা আবারও উচ্ছেদ করা হবে।

সিসিক মেয়র আরও বলেন, নগরীর সকল খাল ও ছড়া উচ্ছেদ করার কাজ চলছে। ছড়ার উভয় পাড় থেকে অবৈধ স্থাপনা অপসারণ করে এর তীর সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন করা হবে। নগরীকে 'লেক সিটি' হিসেবে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এছাড়া পর্যটন নগরী গড়তে এসব ছড়ার পরিবেশ সংরক্ষণের পাশাপাশি দৃষ্টিনন্দনও করা হবে বলে জানান তিনি।

অভিযানে সিসিকের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, শামছুল হক পাটোয়ারীসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও এসএমপির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.