Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে প্রতিবন্ধীদের মধ্যে কার্ড বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৮ ডিসেম্বর, ২০১৯

জৈন্তাপুরে ৩ জন প্রতিবন্ধীকে ভাতার কার্ড দেওয়া হয়েছে। এই কার্ডে মাধ্যমে প্রতিবন্ধীদের ভাতা দেবে সরকার। বুধবার বেলা ১২ টায় উপজেলা সমাজসেবা অফিসে প্রতিবন্ধীদের মধ্যে কার্ড বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.কে আজাদ বলেন, প্রতিবন্ধীরাও দেশের ভবিষ্যৎ। প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের লেখাপড়া শেখানোর জন্য স্কুলে ভর্তি করাতে হবে। এসময় দরবস্ত ইউনিয়নের শ্রীখেল গ্রামের আনিসুল হক এর শিশুপুত্র নাজমুল হোসাইন তুসারকে সেরিব্রাল পালসি, মানিকপাড়া গ্রামের মুসাই মিয়ার ছেলে কুদরত উল্লাহকে শারিরীক ও চাল্লাইন গ্রামের আহমদ আলীর ছেলে শামীম আহমদকে শারিরীক প্রতিবন্ধীর কার্ড হস্তান্তর করা হয়।

প্রতিবন্ধীদের মধ্যে প্রতিবন্ধী কার্ড তুলে দেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, বীর মুক্তিযোদ্ধা সমাজ সেবা অফিসের কর্মকর্তা শাহ আলম বেপারি, আলতাফ রহমান।

উল্লেখ্য জৈন্তাপুর উপজেলায় নিবন্ধিত প্রতিবন্ধী রয়েছেন ২ হাজার চারশত ৭৮ জন এদের মধ্যে ভাতাভোগী সাধারণ ১ হাজার ৯শত  ১২জন ছাত্র-ছাত্রীদের মধ্যে রয়েছেন ১শত ৫০জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.