Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

বানিয়াচং প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন উপজেলার ১৫নং ইউনিয়নের পৈলারকান্দি গ্রামবাসী।

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক (প্রশাসন) এর নিকট তারা এসব অস্ত্র স্বপ্রণোদিত হয়ে জমা দেন। এ সময় তারা আর দাঙ্গায় লিপ্ত না হওয়ার অঙ্গীকার করেন।

দেশীয় অস্ত্র জমাদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক বলেন, পুলিশের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে তারা নিজ উদ্যোগেই দেশীয় সুচালো ও ধারালো অস্ত্র জমা দেন। তাদের দেখে জেলার দাঙ্গা প্রবণ অন্যান্য এলাকার মানুষও অস্ত্র জমা দিতে উদ্বুদ্ধ হবেন।

স্থানীয় পৈলারকান্দির রত্না বাজারে দেশীয় অস্ত্র জমাদান উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (বানিয়াচং) শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবিশ) তৃপ্তি মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবিশ) মানছুরা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহরিয়ার হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধ্রুবদাশ, সাংবাদিক এস এম ফিরোজ আলী, রায়হান উদ্দিন সুমন, তানজিল হাসান সাগর, পৈলারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোয়াজ আলীসহ গ্রামবাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.