Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ইউনানি ওষুধের ডিপো সিলগালা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে সৃজন ন্যাচারাল হেলথ কেয়ারের পরিবেশক আশরাফুল ল্যাবরেটরিজের ঔষধের ডিপো সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, অনুমোদন ছাড়া স্বাস্থ্যকর্মীদের অর্থের বিনিময়ে নিয়োগ দেয়া, বাজারজাত ও মজুত করার অভিযোগে রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ‘আশরাফুল ল্যাবরেটরিজ’ নামের ইউনানি প্রতিষ্ঠান ডিলার অনুমোদন ছাড়া ১০০ টাকা নিয়ে এরিয়া ম্যানেজার, স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্যকর্মী পদে আকর্ষণীয় বেতনের অফার দিয়ে প্রায় অর্ধশতাধিক লোকের লিখিত পরীক্ষা গ্রহণ করে। কয়েকজনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে জনপ্রতি ৫০০ টাকা করে গ্রহণ করে। সরকারি নিয়ম ভঙ্গ করে অনুমোদন ছাড়া লোক নিয়োগ করা ও লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

এ সময় আশরাফুল ল্যাবরেটরীজ এর পরিবেশক সজল দেবনাথ চাকুরী প্রার্থীদের নিকট থেকে অবৈধভাবে গ্রহণ করা অর্থ ফেরত প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.