Sylhet Today 24 PRINT

বিনামূল্যে নতুন বই প্রদান শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে: মানিক

ছাতক প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বছরের প্রথম দিনে দেশের শিক্ষার্থীদের মাঝে ৩৬ কোটি নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। ২০০৯ সালের আগে সকল শিক্ষার্থীদের ভাগ্যে নতুন বই ঝুটতো না। ছিঁড়া-ফাড়া পুরাতন বই দিয়েই বছর শেষে পরীক্ষা দিতে হতো শিক্ষার্থীদের। বর্তমান আওয়ামী লীগ সরকার বছরের ১ম দিনে বিনামুল্যে নতুন পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বুধবার (০১জানুয়ারি) ছাতকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।

সকালে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে, পরিচালনা কমিটির সভাপতি, সাংবাদিক তাপস দাস পুরকায়স্থের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আতাউর রহমানের পরিচালনায়, ছাতক শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির দাতা সদস্য হাজী ইসহাক আলীর সভাপতিত্বে এবং শিক্ষার্থী মারিয়া জান্নাত ইভা ও সুহানা সিনথী রিমার যৌথ পরিচালনায়, ছাতক জালালিয়া আলিম মাদ্রাসায় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও মাওলানা আলী আজগর খানের পরিচালনায়, ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলে, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায়, বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সহ সভাপতি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সির সভাপতিত্বে ও সদস্য সাব্বির আহমদের পরিচালনায় এবং জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শিপলু আহমদের পরিচালনায় এসব বই বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়।

এসব সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, আফজাল হোসেন, এম রশিদ আহমদ, প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, কতুব উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস প্রমুখ। এদিকে মুনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেছেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়েও প্রধান শিক্ষক হেলালুল ইসলামের সভাপতিত্বে আনুষ্ঠানিক বই বিতরণ করেন, প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী। এ ছাড়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.