Sylhet Today 24 PRINT

দেশের শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছে: ইউএনও নাজমুস সাকিব

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০২০

সিলেটের গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছে। দেশের প্রতিটি বিদ্যালয়ে আধুনিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্হা গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের শিক্ষাবান্ধব নীতি ঝরে পড়া রোধ করতে সক্ষম হয়েছে। ডিজিটালাইজ করে শিক্ষা ব্যবস্হাকে সর্বোচ্ছ গুরুত্ব দিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। একদিনে সারা দেশে একযুগে বই উৎসব সারা বিশ্বে একটি বিরল ও চ্যালেঞ্জিং ঘটনা। শিক্ষা ব্যবস্হায় প্রধানমন্ত্রীর গৃহিত সময়োপযোগী ইতিবাচক উন্নয়ন প্রকল্পগুলো দ্রুততায় বাস্তবায়িত হচ্ছে।  

তিনি বুধবার গোয়াইনঘাটের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাটের শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ব্যবসায়ী মোস্তফা মিয়া, শ্রমিকলীগ নেতা মাসুক আহমদ, মোঃ সাইদুর রহমান, ডাঃ নুর মোহাম্মদ, আব্দুল্লাহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.