Sylhet Today 24 PRINT

সিলেটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০২০

‘সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগিয়ে চলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় সিলেটে ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বাগবাড়ীস্থ সমাজসেবা কমপ্লেক্স প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় বাগবাড়ীস্থ সমাজসেবা কমপ্লেক্স থেকে এ উপলক্ষে র‌্যালি এবং মুক্তমঞ্চে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মো. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সন্বীপ কুমার সিংহ,জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভানেত্রী স্বর্ণলতা রায়।

আরও বক্তব্য দেন বাসস এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ, রোটারিয়ান আব্দুল মোহিত দিদার, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান সামছু, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মাসুম আহমদ, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি আলী আহমদ, নিরাপদ সড়ক চাই সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তাফাদার প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন-হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা খলিলুর রহমান, পবিত্র গীতা পাঠ করেন শিক্ষক সজীব চৌধুরী, ইশারা ভাষা উপস্থাপন করেন আবু তাহের মোহাম্মদ সায়েম খান ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.