Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উজ্জাপন উপলক্ষে মাদক প্রতিরোধে শপথ নিয়েছেন কয়েকশত শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

শপথ বাক্য পাঠ করার আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার ইকবাল হোসেন, ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল কাদির, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শাব্বির এলাহী, শাহীন আহমদ প্রমুখ।

এ সময় বক্তারা মাদকবিরোধী অভিযান জোরদারকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা চালানোর আহবান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, সংবাদকর্মী, এনজিও কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.