Sylhet Today 24 PRINT

গিনেজ রেকর্ডধারী সুদর্শন দাশ’র দু’দিন ব্যাপী তবলা প্রশিক্ষণ কর্মশালা শুরু

৮ জানুয়ারি বুধবার অডিটোরিয়ামে একক পরিবেশনা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০২০

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের আয়োজনে সিলেটে প্রথমবারের মতো গিনেজ রেকর্ডধারী সুদর্শন দাশ’র দু’দিন ব্যাপী তবলা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ কর্মশালা শুরু হয়। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের মহড়াকক্ষে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন প্রায় ২৫ জন তবলা শিল্পী ও শিক্ষার্থী।

চট্টগ্রাম সমিতি-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সহযোগিতায় বীর চট্টলার কৃতিসন্তান তাল ও লয়ের বৈচিত্র্যময় পরিবেশনার অন্যতম শিল্পী পণ্ডিত সুদর্শন দাশ’র দু’দিন ব্যাপী কর্মশালা শেষ হবে ৬ জানুয়ারি সোমবার

তবলা বিশারদ সুদর্শন দাশ ২০১৬ সালে তবলা ম্যারাথনে একটানা ৫৫৭ ঘণ্টা ১১ মিনিট, ২০১৭ সালে ঢোল ম্যারাথনে ২৭ ঘণ্টা, ২০১৮ সালে ড্রামরোল ম্যারাথনে ১৪ ঘণ্টা ও ২০১৯ সালে ড্রামসেট ম্যারাথনে ১৪০ ঘণ্টা ৫ মিনিট বাজিয়ে ৪টি বাদ্যযন্ত্র সঙ্গীতে গিনেজ ওয়ার্ল্ডে রেকর্ড গড়েন।
বিশ্বের খ্যাতনামা শিল্পীদের সাথে তিনি তবলা সংগত করেছেন। তিনি লন্ডনে প্রতিষ্ঠা করেন ‘তবলা এন্ড ঢোল একাডেমী লন্ডন’।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে সুদর্শন দাশ তার রেকর্ডকৃত বাদ্যযন্ত্রের একক পরিবেশনা সিলেটের সংস্কৃতিপ্রেমী দর্শকদের সামনে তুলে ধরবেন। সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সুদর্শন দাশ’র অনুষ্ঠান সফলে সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.