Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে মাদকবিরোধী আলোচনা ও শপথবাক্য পাঠ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০২০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে পৃথক মাদক বিরোধী আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় শুরুতেই গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক সেলিম উল্যাহর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গোপাল কৃষ্ণ দে চন্দনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, শিক্ষক দেবব্রত ভট্টাচার্য, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, গোপাল কৃষ্ণ বিশ্বাস, নুর উদ্দিন, নাদিরা ভূইয়া জাকিয়া, আমির উদ্দিন প্রমুখ।

পরে সকাল সাড়ে ১১টায় ইমরান আহমেদ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক সোলেমান উদ্দিনের সভাপতিত্ব ও পরিচালনায় আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাবুল চন্দ্র চৌধুরী, আশরাফুল ইসলাম, মো. শাফি, রেখা রানি পাল, রাজন চন্দ্র নাথ প্রমুখ।

এরপর দুপুর ১২টায় গোয়াইনঘাটের সরকারি কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ডিজিটাল বাংলাদেশ চালিয়ে নেয়ার মূল হাতিয়ার। তাই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাদকমুক্ত জাতি গঠনে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে যাচ্ছে।

'মাদককে না বলুন' এই বাণী ঘরে ঘরে ছড়িয়ে দিতে তিনি সকল শিক্ষক, ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান।

পরে তিনি সমবেত শিক্ষার্থীদের মাদককে না বলতে শপথবাক্য পাঠ করান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.