Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০২০

ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৭০ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চন্ডি প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেট আধুনিক চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে এ চক্ষু সেবা দান অনুষ্ঠিত হয়।

দিন ব্যাপি এ চক্ষু শিবিরে ২৬৩জন রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। এতে বাছাইকৃত ২০জন ছানি রোগীকে অপারেশনের জন্য সিলেট আধুনিক চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। চক্ষু শিবিরে সেবা প্রদান করেন আধুনিক চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. জাকির হোসেন, হাসপাতালের ফিল্ড অফিসার হাবিবুর রহমান সাজু, মেডিকেল টেকনিশিয়ান বনমালী চক্রবর্তী, জেবুল আহমদ ও সুভাষ সূত্রধর।

চক্ষু শিবির পরিদর্শন করেন কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বেণি মধাব চক্রবর্তী, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, ৭০ ব্যাচের প্রাক্তন ছাত্র ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, প্রাক্তন ছাত্র কামাল আহমদ, মাহবুবুর রহমান হেলাল, কাজী আবুল কাশেম জেবুল, আক্তারুজ্জামান খোকন, নাসির উদ্দিন রতন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাঞ্চন চন্দ্র দেব, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, সহ-সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য দেলওয়ার হোসেন পাপ্পু, বদরুল আমিন, আর.কে দাস চয়ন, শহীদ আহমদ জুলহান চৌধুরী, ফরিদ উদ্দিন, রুমেল আলী, মোস্তাফিজুর রহমান কিনেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.