Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০২০

সিলেটের বিশ্বনাথে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে স্কুলছাত্রসহ উভয় পক্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার নরশিংপুর গ্রামের আজির উদ্দিন (৪৫) ও সাজ্জাদ মিয়ার (৪৫) মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, ইব্রাহিম আলী (৫০), মইয়ব আলী (৫০), কামরুল ইসলাম (২৮) ও লাযেক আহমদ (১৫)। গুরুতর আহত অবস্থায় আজির উদ্দিন (৪৫), এসএসসি পরীক্ষার্থী মারজান আহমদ (১৬), আব্দুশ শহীদ (৩০) ও লুৎফুর রহমানকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহতদের মধ্যে আজির উদ্দিনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নরশিংপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে গ্রাম থেকে একটি রাস্তা নিতে চান সাজ্জাদ মিয়া পক্ষ। রাস্তার মধ্যখানে আজির উদ্দিনের জমি পড়ায় রাস্তা নির্মাণে বাঁধা দেন আজির উদ্দিন পক্ষ। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হন।

ওই রাস্তা নির্মাণ নিয়ে দীর্ঘদিন থেকে তাদের দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এনিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। শেষ মঙ্গলবার ফের দুপক্ষের সংঘর্ষ বাঁধে।

মামলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, ফের সংঘর্ষের আশংকায় নরশিংপুর এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.