Sylhet Today 24 PRINT

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ট্রলি জব্দ, আটক ২

ছাতক প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রি করার অপরাধে দু’ব্যক্তিকে আটক ও ৩টি ট্রলি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবির।

আটককৃত ইসলামপুর ইউনিয়নের কুমারদানী গ্রামের কুটি মিয়ার পুত্র রুকন মিয়া (৫৫) ও শহরের মন্ডলীভোগ এলাকার আকবর আলীর পুত্র ট্রলি চালক সুয়েব মিয়াকে (২৩) থানায় পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা সোবহানের টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় এবং পাথর বহনকারী ৩টি ট্রলি (নং-সিলেট মেট্রো ন-১১-০৯৬৫, সিলেট ন-১১-১৯২৮ ও সিলেট ন-১১-১৪৬২) আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

পাথরসহ জব্দকৃত ৩টি ট্রলি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। অভিযানে ছিলেন ছাতক থানার এএসআই শাহ জামাল ও মহিউদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.