Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে চাঁদাবাজীর অভিযোগে ৩জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করে মঙ্গলবার (৭ জানুয়ারি) সংবাদ মাধ্যমে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার ফয়সল আহমদ।

র‌্যাব জানায়, সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ইব্রাহীমপুর গ্রামস্থ ধোপজান নদীর মুখ থেকে ১ টি কাঠের তৈরি নৌকা, ১৪৯০ টাকা, ৩ টি মোবাইল ও ৫ টি সীমর্কাডসহ ৩ জন চাঁদাবাজকে আটক করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা- ১।  মো. জুয়েল মিয়া (২৫), পিতা- মো. সামশু মিয়া, সাং- ইব্রাহীমপুর, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ , রেজা উদ্দিন (৩২), পিতা- নূরুল আমিন, সাং- ইব্রাহীমপুর,  থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ, ও  সুজা উদ্দিন (৪০), পিতা- নূরুল আমিন, সাং-  ইব্রাহীমপুর,  থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে সুনামগঞ্জ জেলার সদর  থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.