Sylhet Today 24 PRINT

শুক্রবার সিলেটে মুজিববর্ষের ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জানুয়ারী, ২০২০

আজ থেকে শুরু হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা। সিলেটেওে আয়োজন করা হয়েছে ক্ষণগণণা অনুষ্ঠানের।

আজ (১০ জানুয়ারি) বিকেল ৫টায় ক্ষণগণনা উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সিলেটেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।

তিনি জানান, নগরীর টিলাগড় পয়েন্ট ও হুমায়ুন রশীদ চত্বরে স্থাপন করা হয়েছে ক্ষণগণনা যন্ত্র। সেই সাথে সিটি পয়েন্টে স্থাপন করা হয়েছে ডিজিটাল ডিসপ্লের কাউন্টডাউন ইউনিট।

শুক্রবার টিলাগড় পয়েন্টে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করেছে সিলেট জেলা প্রশাসন। এর আগে বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণকে নিয়ে সমাবেশ এবং বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এদিকে আজ রাজধানী ঢাকায় বিকাল ৫টায় ক্ষণগণনার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.